বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > ৭ লাখ টাকা ও ৩২ ভরি স্বর্ণ লুট, অজ্ঞান পার্টির ২ সদস্য আটক

৭ লাখ টাকা ও ৩২ ভরি স্বর্ণ লুট, অজ্ঞান পার্টির ২ সদস্য আটক

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ৭ লাখ টাকা, ৩২ভরি স্বর্ণালংকার লুট করার দায়ে অজ্ঞান পার্টি চক্রের দুই সদস্যকে কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা সিদলার পাড় এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, গত ১৩ জুলাই অজ্ঞান পার্টি কর্তৃক সাত লাখ টাকা এবং ৩২ভরি স্বর্ণালংকার লুট করায় টঙ্গী পূর্ব থানায় (মামলা নং- ৩৪, ধারা-৩৮১ পেনাল কোড) দায়ের করেন মামলার বাদী। র‌্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উক্ত মামলার এজাহার নামীয় পলাতক আসামীরা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ এলাকায় অবস্থান করছেন। এই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাব-১ এর একটি আভিযানিক ওই এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলা কোতয়ালী থানা মৃত আলী হোসেনের কন্যা মোসাঃ আমেনা বেগম (২৫) ও কিশোগঞ্জ জেলা করিমগঞ্জ থানা সিদলারপাড় এলাকার মোঃ ফজলুর রহমানের পুত্র মোঃ পারভেজ মিয়া (২৮) কে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের দখল থেকে ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৭শত টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গত ১৩ জুলাই তারিখে মামলার বাদীর বাসা হতে নগদ সাত লাখ টাকা, প্রায় ৩২ ভরি স্বর্ণালংকার এবং মোবাইল ফোন নিয়ে কিশোরগঞ্জ জেলার আত্মগোপন করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য এবং ধনী ব্যক্তিদের বাসায় ছদ্মবেশ ধারণ করে কাজের লোক সেজে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছে।