শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > ৭ মার্চের ভাষণ আওয়ামী লীগের নয়, এটি জাতীয় ও রাষ্ট্রীয় অর্জন: হাছান মাহমুদ

৭ মার্চের ভাষণ আওয়ামী লীগের নয়, এটি জাতীয় ও রাষ্ট্রীয় অর্জন: হাছান মাহমুদ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ৭ মার্চের ভাষণ ছিলো স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। বিএনপি যতদিন ক্ষমতায় ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোয় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ৭ মার্চের স্বীকৃতি আওয়ামী লীগের অর্জন নয়, এটি জাতীয় ও রাষ্ট্রীয় অর্জন।

আজ সোমবার দুপুর ১২টায় ধানমন্ডির আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

২৫ নভেম্বরের কর্মসূচী কোনো দলীয় কর্মসূচী নয়, এটি রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব রিজভি আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যা বলছে এটি কোনো সুস্থ মানুষের বক্তব্য নয়। বিএনপির উচিত ছিল আনুষ্ঠানিকভাবে ৭ মার্চের স্বীকৃত অর্জনকে স্বাগত জানানো। কিন্তু তারা আহম্মকের মতো মিথ্যাচার করেছে।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, হাওরের বন্যায় পদদলিত হচ্ছে, এটি তিনি কোথায় পেলেন?