সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > ৯ ঘণ্টা পর গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

৯ ঘণ্টা পর গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: নয় ঘণ্টা পর গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড কারখানার তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কর্মীরা প্রায় নয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভোর ৪টার দিকে এ সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, বানিয়ারচালা এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড কারখানার টিনশেডের একতলা ভবনের তুলার গুদামে আগুন লাগে।৭ ঘণ্টা পরও নেভেনি গাজীপুরে কারখানার আগুন খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, শ্রীপুরের দু’টি, ভালুকার একটি ইউনিট ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটিসহ মোট সাতটি ইউনিটের কর্মীরা নয় ঘণ্টা চেষ্টার পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই কারখানার গুদামের তুলা ও ভবন পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ ও আগুন লাগার জানা যায়নি। তদন্তের পর তা বলা যাবে।

কারখানার জেনারেল ম্যানেজার (অপারেশন) বিশ্বজিৎ চক্রবর্তী জানান, ভোর ৪টার দিকে কারখানার তুলার গুদামে আগুন লাগে। ওই গুদামে শুধু তুলা রাখা ছিল। এখানে বিদ্যুৎ নেই। কিভাবে আগুন লাগলো এটা এখনো জানা যায়নি। কারখানার পক্ষ থেকে তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখা হবে।