স্টাফ রিপোর্টার ॥ অবরোধেও রাজধানীতে গাড়ি চলাচল বাড়ছে। হালকা পিকেটিংয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হয়েছে। রামপুরায় পিকেটিংকালে পুলিশ এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে।
আগামী শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে বিরোধীদলীয় এই জোট।
গতকাল সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জনগণের দাবি আদায় এবং প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে এ কর্মসূচি দেওয়ার কথা বলছে জোট।
সকাল থেকে রাজধানীতে প্রচুর রিকশা, অটোরিকশা এবং বেশ কিছু গণপরিবহন ও গাড়ি চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে।একতরফা নির্বাচনের তফসিল স্থগিত এবং নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিরোধী দলের ডাকা সর্বশেষ অবরোধ কর্মসূচি শেষ হয় গত শুক্রবার সকাল ছয়টায়। এরপর শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কারণে গত চার দিন কোনো কর্মসূচি ছিল না। তবে মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল জোটের শরিক জামায়াতে ইসলামী।এর আগে গত ২৫ নভেম্বর সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করার পরদিন থেকে ২৮ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দল। এরপর ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর এবং ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আরও দুই দফায় ১২ দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। তফসিল ঘোষণার পর গত ২১ দিনে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় ১১০ জন প্রাণ হারিয়েছেন। হরতাল ও অবরোধের মধ্যে বিশেষ পার্থক্য না থাকলেও জনজীবনে এর প্রভাব পড়ছে। অর্থনীতিতে মন্দা অবস্থা বিরাজ করছে।