রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ৭১ বলে ২১৪ রানের অবিশ্বাস্য ইনিংস!

৭১ বলে ২১৪ রানের অবিশ্বাস্য ইনিংস!

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন আফগানিস্তানের এক ক্রিকেটার। টি-টোয়েন্টিতে মাত্র ৭১ বলে ২১৪ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেললেন শফিকুল্লাহ শাফাক। ক্রিকেট মাঠে অসম্ভব বলে কিছুই নেই। বিশেষকরে টি-টোয়েন্টি আসার পর থেকে ক্রিকেটের সংজ্ঞাটাই পাল্টে গিয়েছে। কিন্তু তাই বলে ৭১ বলে ২১৪ রান! অবিশ্বাস্য এমন ইনিংসে রোমাঞ্চিত ক্রিকেট ভক্তরা। আফগানিস্তানের জাতীয় দলের খেলোয়াড় শফিকুল্লাহ। দেশের হয়ে ৩৫ টি-টোয়েন্টিতে ১ ফিফটিতে ১৭.০৪ গড়ে করেছেন ৩৯২ রান। সর্বোচ্চ ৫১ রানের ইনিংস আছেন তার। এছাড়া ২০ ওয়ানডেতে ২ ফিফটিতে ২৫.৫৩ গড়ে করেছেন ৩৮৩ রান। আফগানিস্তানের হয়ে সর্বশেষ ২০১২, ২০১৪ ও ২০১৬- তিন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি। সেখানে খুব অহমারী কিছু করে দেখাতে পারেননি। কিন্তু এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে এবার যা করলেন তা চোখ কপালে তোলার মতো। আফগানিস্তানের স্থানীয় পারাগন নঙ্গরহর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খাতেজ ক্রিকেট অ্যাকাডেমির হয়ে খেলছেন। কাবুল স্টার ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিনি এই অবিশ্বাস্য ইনিংস খেলেন। মাত্র ৭১ বলে ২১৪ রানের পথে ১৬ চার ও ২১ ছক্কা হাঁকান তিনি। এছাড়া তার সতীর্থ ওয়াহিদুল্লাহ শাফাক খেলেন ৩১ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস। এই দুই ব্যাটসম্যানের ঝড়ে খাতেজ সংগ্রহ করে ২০ ওভারে ৩৫১ রান। জবাবে কাবুল অলআউট হয় মাত্র ১০৭ রানে।