স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুতের দাম ৬ দশমিক ৬৯ শতাংশ বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার গ্রাহক বা খুচরা পর্যায়ে বিদ্যুতের এই বর্ধিত মূল্য নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন।
চলতি মাস থেকেই এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে ৪ থেকে ৬ মার্চ বিদ্যুতের দাম বৃদ্ধির ওপর গণশুনানি হয়। গণশুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ওয়েস্টজোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির (ওজোপাডিকো), ডিপিডিসি, ডেসকোর ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রস্তাব দেয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৫.৫০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব আর বিইআরসির মূল্যায়ন কমিটি ৬.৬৬ বাড়ানোর সুপারিশ করেছিল।