শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ৬০০ কোটি টাকার ঋণ পাটখাতের উন্নয়নে

৬০০ কোটি টাকার ঋণ পাটখাতের উন্নয়নে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ দেশের পাটখাতের উন্নয়নের জন্য ঋণ হিসেবে ৬০০ কোটি টাকা দেয়ার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে ব্যাংকিং খাত থেকে এই ঋণ নেয়ার সম্মতি দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বস্ত্র ও পাটমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। তবে কত দিনে কীভাবে দেয়া হবে তা জানাননি।

উল্লেখ, গত ২ অক্টোবর জুট অ্যাসোসিয়েশন অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পাট ব্যবসায়ীদের বিগত পাঁচ বছরের সাতশ কোটি টাকা সুদ একটি সুদবিহীন ব্লকড হিসেবে স্থানান্তরের দাবি জানিয়েছিলেন।

জুট অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশে প্রতি বছর ৭০ থেকে ৮০ লাখ বেল পাট উৎপাদিত হয়। ৪০ থেকে ৫০ লাখ বেল দেশে ব্যবহারের পর অতিরিক্ত ২০ থেকে ৩০ লাখ বেল পাট বিদেশে রফতানি হয়ে থাকে। কিন্তু অব্যাহত লোকসানে ব্যাংক থেকে সাড়ে পাঁচশ কোটি টাকা সুদ ও অন্যান্য খাতে ১৬৫ কোটিসহ মোট ৭১০ কোটি টাকা খরচ হয়।