বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পাঁচ বছর ধরে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সে বিশুদ্ধ পানি (শান্তি) বাজারজাত করছে ঢাকা ওয়াসা। সঠিক কাগজপত্র প্রদান ও পানির মান পরীক্ষার জন্য মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই বার বার তাগাদা দিলেও তাতে কর্ণপাত করছে না ওয়াসা কর্তৃপক্ষ।
ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির উৎপাদন করা এ বিশুদ্ধ পানি এখন কতটা বিশুদ্ধ ও নিরাপদ তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞানীরা।
যদিও এ ব্যাপারে ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর প্রচলিত বিধান অনুযায়ী যেকোনো পণ্য উৎপাদনের জন্য প্রদানকৃত লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে নবায়নের আবেদন করতে হয়।
কিন্তু ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ বিশুদ্ধ পানি বাজারজাত করার জন্য ২০০৬ সালে বিএসটিআই থেকে সিএম লাইসেন্স নেয়। যার মেয়াদ শেষ হয়েছে ২০০৯ সালের ৩০ জুন। এর পর আর লাইসেন্স নবায়ন করেনি ওয়াসা। আইন-কানুন আর নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো পানি উৎপাদন করে বাজারজাত করছে রাষ্ট্রীয় এ সংস্থাটি।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম মাওলা বাংলানিউজকে বলেন, বিএসটিআই এর অনুমতি ছাড়া উৎপাদিত পণ্য মোটেও নিরাপদ নয়। ভোক্তারা কোনো পণ্য কেনার আগে পরীক্ষা করার সুযোগ এতে পাচ্ছে না।
তাই বিএসটিআইর সিএম লাইসেন্সের মেয়াদ শেষে নবায়ন না হওয়া পর্যন্ত কোনো কোম্পানিরই বিএসটিআই এর লগো ব্যবহার করা উচিত না। লগো না থাকলে ভোক্তাদের বুঝতে সুবিধা হবে এটি খাওয়ার জন্য নিরাপদ নয়।
ঢাকা ওয়াসার শান্তি উৎপাদনের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর পানযোগ্য বিশুদ্ধ পানি উৎপাদনে আইএসও-আইইসি নির্দেশনা ৬৫ অনুসরণ করে কারখানার অবকাঠামো উন্নয়ন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ লাইসেন্স নবায়নের তাগিদ দিয়ে ২০১১ সালের ১৫ মার্চ ওয়াসা কর্তৃপক্ষকে চিঠি দেয় বিএসটিআই।
দীর্ঘ সময় অতিবাহিত করে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ দায়সারাভাবে ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি লাইসেন্স নবায়নের জন্য বিএসটিআই এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কাগজপত্র জমা দিয়েছে। কাগজপত্রের নানা সংকটের কারণে তা এখনো নবায়ন করেনি বিএসটিআই।
লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় পাঁচ বছর পার হয়ে গেলেও ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি বিএসটিআই পরিচালিত সার্ভিল্যান্স ও ভ্রাম্যমাণ আদালত।
জানতে চাইলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের মহাপরিচালক ইকরাম হোসেন বাংলানিউজকে বলেন, ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ পানি উৎপাদনের লাইসেন্স নবায়ন করার জন্য আবেদন করেছে। কাগজপত্রের ত্রুটি থাকায় সেটি আবার ফেরত পাঠানো হয়েছে। সবগুলো কাগজ জমা দিলে পণ্য পরীক্ষা করে দেখা হবে।
বিএসটিআই স্ট্যান্ডার্ড মান ঠিক থাকলে শান্তির লাইসেন্স নবায়ন করা হবে বলে জানান ইকরাম হোসেন।
তবে এ বিষয়ে কথা বলতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি তা ধরেননি। বাংলানিউজটোয়েন্টিফোর.কম