শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ৫ উইকেট জিমির, ৬০০ থেকে মাত্র ২ ধাপ দুরে

৫ উইকেট জিমির, ৬০০ থেকে মাত্র ২ ধাপ দুরে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
৫৯৩ উইকেট নিয়ে সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নেমেছেন জেমস অ্যান্ডারসন। সফরকারীদের প্রথম ইনিংসে একাই দখল করে নিলেন ৫ উইকেট। তিনি পাকিস্তানের টপ অর্ডার একাই ধ্বসিয়ে দিলেন। ৫ উইকেট নেয়ার রাজ এন্ডারসন এ নিয়ে ক্যারিয়ারে ২৯তম বারের মত করলেন ৫ উইকেট শিকার।

এই ৫ উইকেট দিয়ে ক্যারিয়ারে ৫৯৮তম শিকারের চূড়ায় পৌঁছে গেলেন জিমি। ৬০০ উইকেট শিকারের বিরল তালিকায় পৌঁছাতে আর মাত্র ২ উইকেট প্রয়োজন বিশ্বের সবচেয়ে বেশি উইকেট শিকারি পেসারের। একবার যদি ৫ উইকেট শিকার করতে পারেন, তাহলে অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে পেছনে ফেলে দেবেন জিমি।

৬১৯ উইকেট নিয়ে শিকারীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের অনিল কুম্বলে। তাকে পেছনে ফেলতে এন্ডারসনের আর প্রয়োজন ২২ উইকেট। ২১ উইকেট হলে কুম্বলেকে ছুঁয়ে ফেলবেন। সে ক্ষেত্রে কুম্বলেকে চার নম্বরে ঠেলে দিয়ে তিনে উঠে আসবেন এন্ডারসন।

৮০০ উইকেট নিয়ে শিকারীর তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। ৫ উইকেট শিকার করেছেন তিনি ৬৭বার। শেন ওয়ার্নের শিকারের সংখ্যা ৭০৮টি। ৫ উইকেট নিয়েছেন ৩৭বার। কুম্বলে ৫ উইকেট শিকার করেছেন ৩৫বার।