বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ৫৯ হাজার হাইতিয়ানের ভিসা বাতিল করলো ট্রাম্প

৫৯ হাজার হাইতিয়ানের ভিসা বাতিল করলো ট্রাম্প

শেয়ার করুন

আন্তর্ঝাতিক ডেস্ক ॥
২০১০ সালে হাইতিতে হওয়া ভয়াবহ ভূমিকম্পের পর সহানুভুতি হিসেবে ৫৯ হাজার হাইতিয়ানের অস্থায়ী ভিসা প্রদান করেছিলো তৎকালীন মার্কিন প্রশাসন। তবে সম্প্রতি ট্রাম্প প্রশাসন তাদের সকলের ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত দিয়েছেন।

২০১০ সালের জানুয়ারিতে হাইতি’র রাজধানী পোর্ট-অ’প্রিন্স-এ আঘাত হানা ৭ মাত্রার ভূমিকম্পে লক্ষাধিক মানুষ মারা যায়। এছাড়াও মধ্য আমেরিকার দরিদ্রতম দেশটির লাখো মানুষ বসতিহীন হয়ে পরে।

ওই সময় ত্রাণ সরবরাহ করা ছাড়াও বসতিহীনদের পাশে দাড়ায় তৎকালীন মার্কিন প্রশাসন। হায়তিয়ানদের জন্য টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নামে একটি অস্থায়ী ভিসা ইস্যু করে তারা। গত ৭ বছরে বহুবার অস্থায়ী ভিসা’র মেয়াদ বাড়ানো হলেও, সোমবার কর্মসূচিটি বন্ধের ঘোষণা দিয়েছে বর্তমান ট্রাম্প প্রশাসন।

নতুন গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯ সালের জুলাই মাসে বাতিল হবে ওই অস্থায়ী ভিসা। প্রশাসনিক সিদ্ধান্ত জানিয়ে এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি এর ভারপ্রাপ্ত সেক্রেটারি এলাইন ডিউক বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া হাইতির অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। ভিসা বহনকারীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভিন্ন অভিবাসন ব্যবস্থা করতে না পারলে হাইতিতে ফিরে যেতে হবে তাদের।’

ট্রাম্প প্রশাসনের দেওয়া সিদ্ধান্ত এবং এলাইন ডিউক এর বিবৃতির সমালোচনা করে অনেকে প্রশ্ন তুলেছেন, হাইতির বর্তমান পরিস্থিতি ভালো কিভাবে হয়? তারা বিশ্ব ব্যাংকের উদ্ধৃতি দিয়ে বলেন, হাইতির জনসংখ্যার পঞ্চাশ থেকে নয় শতাংশ দারিদ্রসীমার নীচে দৈনিক ২.৪১ ডলার আয়ে জীবন যাপন করে।

একই তথ্যের ভিত্তিতে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও বলেন, ‘নিজ দেশে ফেরত পাঠানো হলে হায়তিয়ানরা বাসস্থান স্বল্পতা, অপর্যাপ্ত স্বাস্থ্য সেবা এবং কর্মসংস্থান সমস্যার সম্মুখিন হবে।’

তবে নিউইয়র্কে হাইতিয়ানদের নেতারা টিপিএস ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ট্রাম্প প্রশাসনকে চাপ দিয়ে যাচ্ছে। রয়টার্স