বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ৪৩তম বাজেট অধিবেশন শুরু মঙ্গলবার

৪৩তম বাজেট অধিবেশন শুরু মঙ্গলবার

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দশম জাতীয় সংসদের প্রথমি দেশের ৪৩তম বাজেট অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার। বিকেল পাঁচটায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামী ৫ জুন অধিবেশনের তৃতীয় কার্যদিবসে সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করতে পারেন। বাজেট প্রস্তাবের পর এর ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। মাসের শেষ দিকে বাজেট পাস হবে।

এর আগে গত ১৮ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদে (১০) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

স্বাধীনতার পর সর্বোচ্চ ১২টি বাজেট পেশ করে শীর্ষে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া। এ তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ইতিমধ্যে তিনি সাতটি বাজেট পেশ করেছেন। এটি হবে তার অষ্টম বাজেট। এছাড়া আওয়ামী লীগ সরকারের ১৫তম বাজেট এটি।

ইতিমধ্যে অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটের আকার কত হবে তার ঈঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ৫০ হাজার কোটি টাকার মধ্যে হবে। অর্থমন্ত্রী ৫ জুন ২০১৩-১৪’ অর্থবছরের সম্পুরক বাজেটও পেশ করবেন।

মুহিতই প্রথম ডিজিটাল পদ্ধতিতে বাজেট উপস্থাপন শুরু করেন। ২০০৯-১০ অর্থবছরে প্রথম এ পদ্ধতি চালু করেন তিনি। এবারেও ডিজিটাল পদ্ধতিতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।

৫ জানুয়ারির নির্বাচনের পরে ২৯ জানুয়ারি বসে সংসদের প্রথম অধিবেশন। ৩৬ কার্যদিবস চলার পরে ১০ এপ্রিল অধিবেশনের সমাপ্তি ঘটে। প্রথম অধিবেশনেই গঠন করা হয় বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি।

নবম জাতীয় সংসদে প্রধান বিরোধীদলের আসনে বিএনপিকে দেখা গেলেও এ সংসদে সে আসন দখল করেছে জাতীয় পার্টি। তবে পার্টি চেয়ারম্যান এরশাদের বদলে বিরোধীদলীয় নেতা হিসেবে দেখা গেছে তার স্ত্রী ও সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে।

প্রথম অধিবেশনেই সংসদের দুটি আসন শূন্য হয়। টাঙ্গাইল-৮ থেকে নির্বাচিত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরন মারা যাওয়ায় এ আসন দুটি খালি হয়।

দ্বিতীয় অধিবেশনের আগেই মারা গেলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নাসিম ওসমান। নিয়ম অনুযায়ী দ্বিতীয় অধিবেশনের প্রথম বৈঠক তার প্রতি শোক প্রস্তাব জানিয়ে মুলতবি ঘোষণা করা হবে। বাংলামেইল২৪ডটকম