শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ৩ সপ্তাহে ৩ ব্যালেস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

৩ সপ্তাহে ৩ ব্যালেস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
উত্তর কোরিয়া ফের আরেকটি ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে বলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দাবি করছে। সোমবার সকালে উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি সাগরে যেয়ে পড়ে বলে মার্কিন সামরিক বাহিনীর সূত্র বলে। দক্ষিণ কেরিয়া ও জাপান তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র ছোড়ার তীব্র নিন্দা জানিয়েছে। সিএনএন বলছে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে পারমাণবিক অস্ত্র সংযুক্ত করছে এবং এধরনের ক্ষেপণাস্ত্র মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।
সর্বশেষ ওই ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার ক্যাঙ্গওন প্রদেশের ওনস্যান এলাকা থেকে কোরিয় উপদ্বীপ এলাকা অভিমুখে ছোড়া হয় বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ। ক্ষেপণাস্ত্রটি স্কাড সিরিজ ধরনের বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি সাড়ে ৪’শ কিলোমিটার আকাশে উড়ে যায়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।