বাংলাভূমি ডেস্ক ॥
খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় বাঙালি ছাত্র পরিষদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
সোমবার সকাল থেকেই চলা এই হরতালে হরতালের কারণে জেলায় আভ্যন্তরীণ ও দূরপাল্লা সকল সড়কে যানবাহন বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে কয়েকটি জায়গায় পিকেটিংয়ের খবরও পাওয়া গেছে।
রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু, সংশোধিত পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ ৮ দফা দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এদিকে রোববার হরতালের সমর্থনে রাঙামাটি ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
রাঙামাটিতে অনুষ্ঠিত মিছিলটি কাঠালতলীর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা শাখা কার্যালয় থেকে বনরূপা ঘুরে আবারও সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, আট দফা দাবিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে। এর পরও এ ৮ দফা দাবি পূরণ করা না হলে তিন পার্বত্য জেলা অচল করে দেয়া হবে।
পরীক্ষার্থী, সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, বিয়ের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।