শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ৩ অক্টোবর শুক্রবার ব্যাংক খোলা রাখার পরামর্শ

৩ অক্টোবর শুক্রবার ব্যাংক খোলা রাখার পরামর্শ

শেয়ার করুন

বাসস ॥ ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটির আগেই পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে পরামর্শ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহিম ভূইয়া এক চিঠিতে এই পরামর্শ দিয়েছেন।
চিঠিতে আরো বলা হয়, পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ ৩ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখার পরামর্শ দেয়া হয়েছে।
সার্কুলারে আরো বলা হয়, দুর্গাপূজা ও ঈদুল আজহার (৪ থেকে ৭ অক্টোবর) ছুটির আগে বিশেষ কোনো অপরিহার্য কারণে বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব না হলে বিশেষ ব্যবস্থায় ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গি, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলী ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্পের সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ৩ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখার পরামর্শ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা বলা হয়।