শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ৩৯ স্ত্রীর স্বামী ও ১২৭ সন্তানের বাবা, তাই দামি ভোটার তিনি

৩৯ স্ত্রীর স্বামী ও ১২৭ সন্তানের বাবা, তাই দামি ভোটার তিনি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতে নতুন পর্বে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে শুক্রবার মিজোরামের একটি আসনের নির্বাচনে বহু স্ত্রী আর সোয়া শতাধিক ছেলে মেয়ে এবং নাতি নাতনী থাকায় গোত্র নেতা জিওনংহাকা চানা নামের এক ব্যক্তি নির্বাচনে প্রার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।

ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যের এই লোকটির ৩৯ জন স্ত্রী ও ১২৭ জন ছেলে-মেয়ে ও নাতি-নাতনী রয়েছে। ফলে ভোট প্রার্থী রাজনীতিকরা গত কয়েক দিন ধরে তার কাছে ধর্ণা দিচ্ছেন।

এএফপিকে একথা জানান রাজধানী আইজলের বাইরে বকটং গ্রামের পাহাড়ে একশ’ কক্ষের বাড়ি বসবাসরত জিওনংহাকা চানা।

এ সপ্তাহের গোড়ার দিকে ৭০ বছর বয়সী চানা বলেছিলেন, এ রাজ্যের ভোটে জয়ের ব্যবধান খুব কম হওয়ায় প্রতিটি নির্বাচনে আমাদের গুরুত্ব বেড়ে যায়। কারণ, বেশি ভোটও তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

রিঙ্কমিনি নামে চানার এক স্ত্রী বলেন, ‘আমরা ভোট দিতে গেলে সবাই একই প্রার্থী বা দলের পক্ষে ভোট দিই। এর মানে একটি মাত্র পরিবার থেকে ১৬০ এর বেশি ভোট নিশ্চিত হয়।

আর ১০ জন ভোটারের মতোই চানা বলেন, ‘সরকারও উন্নয়ন চান, যাতে তার পরিবার উন্নতি করতে পারে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিকদের কাছ থেকে আমরা সকলেই আমাদের পরিবারে স্বার্থের পরিবর্তে সুশাসন ও রাজ্যের কল্যাণ প্রত্যাশা করি।’

ভারতের চলতি নয় পর্বের লোকসভা নির্বাচনে শুক্রবার চতুর্থ পর্বে মিজোরামের মাত্র একটি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে।