রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ৩১৬ ম্যাচ পর মর্যাদা গেল বার্সার

৩১৬ ম্যাচ পর মর্যাদা গেল বার্সার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥গোলের বড় ব্যবধানেই জয় পেল বার্সেলোনা, তবে সঙ্গে এক পরিসংখ্যানে মর্যাদাও হারালো তারা। শনিবার স্প্যানিশ লা লীগার খেলায় বার্সার বড় জয়টি রায়ো ভায়েকানোর বিপ।ে তবে ম্যাচে বার্সেলোনার নিজ দখলে বল রাখার দীর্ঘদিনের দাপুটে স্বভাবটা এদিন বদলে দেন প্রতিপ রায়ো ভায়েকানো তারকারা। এদিন ম্যাচে ভায়েকানো তারকাদের পায়ে বল খেলা করেছে ৫১ ভাগ সময়। আর বল বার্সেলোনার দখলে ছিল ম্যাচের ৪৯ শতাংশ সময়। এর আগে খেলার মাঠে প্রতিপদের তুলনায় বল পজিশনে বার্সা এগিয়ে থাকছিল টানা ৩১৬ ম্যাচ। বার্সার তুলনায় বল পজিশনে প্রতিপদের এগিয়ে থাকার সর্বশেষ চিত্রটি প্রায় ৬ বছর আগের। ২০০৮-এর লা লীগায় রিয়াল মাদ্রিদের বিপে বল পজিশনে বার্সেলোনার সর্বশেষ পিছিয়ে থাকার পরিসংখ্যানটি। মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যুর মাঠে বার্সা ওই ম্যাচ হেরেছিল ৪-১ গোলে। বার্সায় কোচের দায়িত্বে তখন ডাচ তারকা ফ্রাঙ্ক রাইকার্ড। পরে কোচ পেপ গার্দিওলার বার্সেলোনা বল পায়ে দাপুটে চেহারাটা দেখাচ্ছিল একটানা। এ সময় টানা ২৪৭ ম্যাচ প্রতিপদের তুলনায় নিজ শিষ্যদের বল পজিশনে এগিয়ে থাকতে দেখেন গার্দিওলা। গার্দিওলা বার্সার দায়িত্ব ছাড়লেও মাঠে এ চিত্র বহাল ছিল বার্সার। কোচ টিটো ভিলানোভা কোচ হয়ে বার্সা তারকাদের মন্ত্রণা দিচ্ছিলেন টানা ৬০ ম্যাচে। প্রতিপ দলের তুলনায় ষাটবারই বল পজিশনে নিজেদের এগিয়ে রাখে বার্সেলোনা। আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো সে মর্যাদা হারালেন বার্সা ক্যারিয়ারে অষ্টম ম্যাচে। ভায়েকানোর মাঠে শনিবার বার্সার জার্সি গায়ে হ্যাটট্রিক করেন পেড্রো রড্রিগুয়েজ। বার্সার অন্য গোলটি সেস ফেব্রেগাসের। আর বারপোস্টে নিজের দারুণ নৈপুণ্য জারি রেখেছেন বার্সা গোলরক ভিক্টর ভালদেসও। বুধবার চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে ডাচ দল আয়াক্স আমস্টারডামের পেনাল্টি ঠেকিয়ে দেন ভালদেস। ভালদেস রায়ো ভালেকানোর পেনাল্টি কিক রুখে দিলেন শনিবারও। ভায়েকাস মাঠে স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলে এদিন বার্সা কোণঠাসা হয়ে পড়ে ম্যাচের শুরুতেই। ম্যাচের তিন মিনিটে বার্সার ফাঁকা গোলপোস্টে রায়ো তারকা আলবার্তোর গোল চেষ্টা অবিশ্বাস্য দতায় নস্যাৎ করেন ভালদেস। তবে ৩৩ মিনিটে লিওনেল মেসির যোগান থেকে গোল নিয়ে বার্সাকে এগিয়ে নেন পেড্রো। উল্টোদিকে চাপ অব্যাহত রেখে মিনিট যেতেই পেনাল্টি আদায় করে রায়ো ভায়েকানো। অধিনায়ক ট্রাশোরাসের স্পট কিক রুখে দিয়ে দলের বিপদ ঠেকান ভালদেস আর সমতায় ফেরার সুযোগ হারায় ভায়েকানো। বার্সার জার্সি গায়ে ব্রাজিল তারকা নেইমারের খেলা এদিনও ঠিকঠিকই ছিল। ম্যাচের ৭২ মিনিটে নিজে গোলের সুযোগ না নিয়ে পেড্রোকে দেন হ্যাটট্রিকের সুযোগ। তার সদ্ব্যবহারে ম্যাচে হ্যাটট্রিকের সঙ্গে লীগে নিজের পঞ্চম গোল আদায় করেন পেড্রো।
অ্যাটলেটিকোর চারে ৪
নিজেদের উড়ন্ত ফর্ম আকাশেই রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার প্রতিপ মাঠে অ্যাটলেটিকো ২-০ গোলে হারিয়েছে রিয়াল ভায়োদোলিদকে। লীগে টানা চতুর্থ জয়ে বার্সোর পেছনে অ্যাটলেটিকোর ১২ পয়েন্ট। লীগের ৫ ম্যাচে টানা জয় নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ১৫ পয়েন্টের বার্সেলোনাই। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শনিবার পর্যন্ত তালিকায় তিন ও চার নম্বরে ভিয়ারিয়াল ও রিয়াল মাদ্রিদ। তবে শনিবার লীগের খেলায় পয়েন্ট খুইয়েছে কাতারি যুবরাজের শক্তিধর দল মালাগা। এবারের চ্যাম্পিয়ন্স লীগে যোগ্যতা পাওয়া রিয়াল সোসিয়েদাদের সঙ্গে মালাগার অ্যাওয়ে ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রতে।
লা লিগায় ফল
ভায়েকানো ০-৪ বার্সেলোনা
আলেমেরিয়া ২-২ লেভান্তে
সোসিয়েদাদ ০-০ মালাগা
ভায়াদোলিদ ০-২ অ্যাটলেটিকো