স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : দুই হাজার ৮৬৫ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ৮ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনীতি পরিষদের (একনেক) নির্বাহী কমিটি।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনে কক্ষে নিয়মিত একনেকের বৈঠকে এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, ৫টি নতুন ও ৩টি সংশোধনী প্রকল্পসহ মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৮৬৫ কোটি ৪ লাখ টাকা।
এর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার ৫৩৬ কোটি ৪৩ লাখ টাকা। আর প্রকল্প সাহায্য এক হাজার ৩২৮ কোটি ৬১ লাখ টাকা।