মো.মনিরুল আলম
নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জে র্যাবের ১২ নভেম্বর দুপুরে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন মালামত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ মোঃ আজিম (৩০) মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালামত এলাকার মৃত আব্দুল খালেক বেপারীর ছেলে।
গ্রেফতারকৃত আসামী অটোরিক্সার গ্যারেজ ব্যবসার আড়ালে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার ব্যবসা চালিয়ে আসছে। উল্লিখিত আসামী বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে মুন্সিগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
নারায়ণগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ১২ নভেম্বর শনিবার সকালে জেলার ফতুল্লার চাঁনমারি আর্মি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত সরেন (২৩) পরিহিত স্যান্ডেলের ভিতর থেকে বিশেষ কৌশলে লুকানো ১০৭ গ্রাম হেরোইনসহ হাতে-নাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সীমান্ত সরেন (২৩) রাজশাহী জেলার গোদাগাড়ি থানাধীন মান্ডাইল এলাকার বিশ^নাথ সরেনের ছেলে।
সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন পরিহিত স্যান্ডেলের মধ্যে বিশেষ কৌশলে নিয়ে এসে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ব্যবসা নারায়ণগঞ্জে চালিয়ে আসছে।
এক সংবাদ বিজ্ঞতিতে র্যাব-১১ এর এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেছেন।