স্পোর্টস ডেস্ক ॥ হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে চরম নাটকীয়তা শেষে জয় হয়েছে জিম্বাবুয়ের। গলার কাটা হয়ে থাকা পাকিস্তানী ব্যাটসম্যান মিসবাহকে তারা আউট করতে পারেনি ঠিকই, কিন্তু ম্যাচ জিতেছে ২৪ রানে। শেষ ইনিংসে জিম্বাবুয়ের নায়ক তেন্দাই চাতার। তিনি একাই পাকিস্তানের পাঁচ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন ৬১ রানের বিনিময়ে।
দ্বিতীয় ইনিংসে ২৬৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৮ রান করে চতুর্থ দিন শেষ করে পাকিস্তান। আজকের শেষ দিনের খেলার শুরুতেই ১৬৩ রানের মাথায় ফিরে যান আদনান আকমল (২০)। মাটি কামড়ে পড়ে থাকেন পাক দলপতি মিসবাহ। জিম্বাবুয়ের স্বপ্নের জয় প্রায় কেড়েই নিচ্ছিলেন তিনি। উইকেটের এক পাশ আগলে রেখে পাকিস্তানের বিপদের কাণ্ডারি একাই লড়াই করে অপরাজিত থাকেন ৭৯ রানে। কিন্তু অপর প্রান্ত থেকে একে ফিরে যান আব্দররেহমান (১৬), সাঈদ আজমল (২), জুনাইদ খান (১) ও রাহাত আলী (১)। রাহাত আলীর রান আউটের মাদ্যমে পাকিস্তানের ইনিংস থেমে যায় ২৩৯ রানে।
এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে ২৩০ আর জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৯৪ ও দ্বিতীয় ইনিংসে ১৯৯ রানে অল আউট হয়।
দুই ম্যাচের সিরিজে পাকিস্তান প্রথমটিতে জয় পায়। এতে সিরিজ ১-১-এ ড্র হলো।