শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ২৩৬ প্রার্থীরই তালিকা দিল আ.লীগ

২৩৬ প্রার্থীরই তালিকা দিল আ.লীগ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: আওয়ামী লীগ তাদের দল মনোনীত ২৩৬ মেয়র প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বিকেল পৌনে তিন টার সময় ইসির যুগ্মসচিব জেসমিন টুলীর কাছে ২৩৬ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর তালিকা জমা দেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘২৩৬ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোট হওয়ার কথা রয়েছে। আদালতের আদেশে অন্তত তিনটি স্থগিত থাকতে পারে। এরপরও আমরা ইসির ঘোষিত তফসিল অনুযায়ী দল মনোনীত ২৩৬ জন মেয়র প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনে দিয়ে গেলাম। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।’

গোলাপ বলেন, ‘বিকালে সভানেত্রীর ধানমণ্ডিস্থ কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।

ইসির যুগ্মসচিব জেসমীন টুলী বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে। কেউ ইসিতে এ তালিকা দিলে দলীয় প্রার্থীর বিষয়ে তা অনেকটা রি-কনফার্ম করার মতো বিষয়।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিতে হবে। ইতোমধ্যে ইসির ৪০টি নিবন্ধিত দলের মধ্যে ২২টি দল পৌর নির্বাচনে প্রার্থী দেয়ার কথা ইসিকে জানিয়েছে।