শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ২০ দলের আন্দোলন পরিকল্পনা চূড়ান্ত!

২০ দলের আন্দোলন পরিকল্পনা চূড়ান্ত!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঈদের পর ২০ দলীয় জোটের আন্দোলন পরিকল্পনা নিয়ে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রাত সোয়া নয়টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত পৌনে এগারোটায়।

বৈঠক শেষে ন্যাশনাল পিপলস পার্টির একাংশের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বাংলামেইলকে বলেন, ‘বৈঠকের বিষয়বস্তু নিয়ে আগামীকাল সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে।’

তবে বৈঠক সূত্র জানায়, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করা হলে এ ইস্যুতে ঈদের পর বড় ধরনের আন্দোলনে যাবে ২০ দল। এছাড়া বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের আয়োজনে বৃহত্তর জেলাগুলোতে সমাবেশ করবেন। পরে ঢাকায় মহাসমাবেশ করার ইচ্ছা তাদের। আগামী ২০অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এ কর্মসূচি সম্পন্ন করবে ২০দল।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বীরউত্তম, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক, খেলাফত মজলিশের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, পিপলস লীগের সভাপতি গরিবে নেওয়াজ, ডেমোক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনি এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।