দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর: মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি-৩ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে ২০ জন দুস্থ মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও ৮৩ জন দারিদ্র মা এর মাঝে ৯ হাজার ৬শ টাকা করে মাতৃকালীন ভাতা বিতরণ করেন মনোঞ্জরন শীল গোপাল এমপি।
এছাড়াও শনিবার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২০ ও নিরাপদ প্রসব কক্ষ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহসীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, মরিচা ইউনিয়নের চেয়ারম্যার মো. আতরুল ইসলাম চৌধুরী হেলাল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, পরে মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি-৩ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে ২০ জন দুস্থ মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও ৮৩ জন দারিদ্র মা এর মাঝে ৯ হাজার ৬শ টাকা করে মাতৃকালীন ভাতা বিতরণ করেন মনোঞ্জরন শীল গোপাল এমপি।