রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ২০৪১’র মধ্যে ৬০০০০ মেগা. বিদ্যুতের মহাপরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর

২০৪১’র মধ্যে ৬০০০০ মেগা. বিদ্যুতের মহাপরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। দেশকে বিশ্বের বুকে উন্নত একটি জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবনে বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এ কতা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন মহাপরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে দেশে ১৪৫০০ মেটাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ২০১৮ সালের মধ্যে তা ১৬০০০ মেগাওয়াটে উন্নীত করা হবে। ২০২১ সালে ২৪০০০ মেগাওয়াট, ২০৩১ সালের মধ্যে ৪০,০০০ মেগাওয়াট ও ২০৪১ সালে ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।