বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভিশন ২০২০ সাল নয়, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাবে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা । নিউ্েিয়র্কর কংগ্রেস ওম্যান গ্রেস মেং এর উদ্যোগে স্থানীয় টাউনহল হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে মজীনা বলেন, যুক্তরাষ্ট্র সরকার তার আগের অবস্থানে রয়েছে। তিনি মনে করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব দলের সমান সুযোগ পাওয়া উচিত। আবার যারা সমান সুযোগ পাবেন তাদেরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেন মজীনা। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের আদর্শে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। যুদ্ধাপরাধী ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যারা অপরাধী তাদের আইনের মুখোমুখী হতে হবে। তবে দেশীয় ও আন্তর্জাতিক মানদ-ে বিচার প্রক্রিয়া দেখতে চায় যক্তরাষ্ট্র। অনুষ্ঠানে সোনার বাংলা ও জয় বাংলা বলে প্রবাসীদের মন জয় করে নেন মার্কিন রাষ্ট্রদূত। মার্কিন পররাষ্ট্র দফতরের গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্রদূত মজীনা নিউইয়র্ক চাড়াও বিভিন্ন স্টেটে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় করেন বলে জানা গেছে।