শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূর করতে ড. ইউনূসের আহ্বান

২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূর করতে ড. ইউনূসের আহ্বান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের বৃহত্তম তরুণ সম্মেলনে দারিদ্র্য দূর করার আহ্বান জানিয়ে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক সমপ্রদায়ের নতুন লক্ষ্য হওয়া উচিত ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূর করা। প্রযুক্তিগত জ্ঞানের কারণে তিনি তরুণ সমপ্রদায়কে ইতিহাসের সবচেয়ে ক্ষমতাবান বলেও উল্লেখ করেন এই সম্মেলনে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গত ২রা অক্টোবর অনুষ্ঠিত বৃহত্তম এ তরুণ সম্মেলনে উদ্বোধনী অধিবেশনের মূল বক্তা ড. ইউনূস বলেন, যখন ২০০০ সালে কফি আনান ও জাতিসংঘ সহস্রাব্দ
উন্নয়নের লক্ষ্য ঘোষণা করেন, তখন মানুষ হেসে বলেছিল এরা পাগল, তারা বিশ্বাস করেনি যে দরিদ্রতা হ্রাস করা যায়। এমনকি তখনও না, যখন বাংলাদেশ ঘোষণা করেছিল, ‘আমরা এ লক্ষ্য অর্জন করেছি। এ অর্জন খুব উল্লেখযোগ্য ছিল, তলাবিহীন ঝুড়ি উপাধি পাওয়ার কারণে।’
২-৫ই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে সারা বিশ্বের ১৯০টি দেশের প্রায় ১৩০০ প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে ১০ সদস্যের একটি তরুণ প্রতিনিধি দলও এ সম্মেলনে অংশ নিয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ও স্যার বব গেল্ডফ। এ ছাড়াও অনুষ্ঠানে ছিলেন বর্ণবাদবিরোধী ক্যাম্পেইনার ও নেলসন ম্যান্ডেলার সহযোদ্ধা আহমেদ খাত্রাদা, স্যার রিচার্ড ব্যান্সন, জার্মান টেনিস জনপ্রিয় খেলোয়াড় বরিস বেকার প্রমুখ। সম্মেলনে শিক্ষা, বৈশ্বিক ব্যবসা, মানবাধিকার, নেতৃত্ব ও সরকার, টেকসই উন্নয়ন এবং তরুণদের বেকারত্ব- এসব বিষয়ের ওপর প্যানেল, প্লেনারি অধিবেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই প্রথমবারের মতো ‘ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিট’ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে। এর আগে লন্ডন, জুরিখ ও পিটসবার্গে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০১৪-এর ‘ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিট’-এর জন্য ডাবলিনকে আয়োজক শহর হিসেবে ঘোষণা দেয়া হয়।