সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > ১ মাস ইন্টারনেটের সমস্যা থাকবে সংসদে

১ মাস ইন্টারনেটের সমস্যা থাকবে সংসদে

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় সংসদের বিভিন্ন শাখা অধিশাখায় আগামী ২০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ইন্টারনেট, ফাইল শেয়ারসহ নেটওয়ার্ক সংক্রান্ত সেবায় বিঘ্ন ঘটতে পারে।

বুধবার সংসদ সচিবালয়ের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার আশীফ ইকবাল স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি থেকে এ তথ্য পাওয়া গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ‘জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানবসম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় সংসদের বিভিন্ন স্থানে নতুন নেটওয়ার্ক অবকাঠামো বসানোর কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে পুরাতন নেটওয়ার্ক থেকে নতুন নেটওয়ার্কে মাইগ্রেশনের জন্য পর্যন্ত ইন্টারনেট, ফাইল শেয়ারসহ বিভিন্ন নেটওয়ার্ক সংক্রান্ত সার্ভিস প্রদানে বিঘ্ন ঘটবে। এই নেটওয়ার্ক মাইগ্রেশনকালে জাতীয় সংসদের সব কার্যালয়কে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।’