শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ১ মাসে ৩ এল ক্লাসিকো

১ মাসে ৩ এল ক্লাসিকো

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ফুটবল রসিকদের জন্য সুখবর। একমাসে তিনটি এল ক্লাসিকো দেখার সুযোগ পাচ্ছেন তারা। তাদের জন্য কোপা ডেল রে’র সেমিফাইনালের দুই লেগ এবং লা লিগার এক ম্যাচে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার তীব্র লড়াই অপেক্ষা করছে।

গেল শুক্রবার হয়ে গেছে স্প্যানিশ কাপের সেমিফাইনালের ড্র। আসছে ৬ ফেব্রুয়ারি সেমিফাইনালের প্রথম লেগে ক্যাম্প ন্যুতে লড়বে বার্সা-রিয়াল। ২৭ ফেব্রুয়ারি ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে কাতলানদের আতিথ্য জানাবে লস ব্লাঙ্কোরা। এর ৪ দিন পরই স্প্যানিশ লিগে মুখোমুখি হবে দুই দল। অর্থাৎ প্রায় একমাসের মধ্যে তিন ক্লাসিকোর মজা অপেক্ষা করছে।

রিয়াল-বার্সা সবশেষ মুখোমুখি হয় গেল অক্টোবরে। ওই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত হয় রিয়াল। আরেকটি কারণে ম্যাচটি স্মরণীয়। ওই ম্যাচে গো-হারার পরই কোচের পদ থেকে সরে দাঁড়াতে হয় হুলেন লুপেতেগিকে।

এরপর বেশ রদবদল ঘটেছে রিয়ালে। ভারপ্রাপ্ত কোচ হয়েছেন সান্তিয়াগো সোলারি। নতুন কয়েকজন খেলোয়াড় এসেছে। এখন দেখার বিষয়, ঘুরে দাঁড়িয়ে ব্লাউগ্রানাদের বিপক্ষে গ্যালাকটিকোরা প্রতিশোধ নিতে পারেন কিনা?