বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > ১৯ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দেবেন খালেদা জিয়া

১৯ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দেবেন খালেদা জিয়া

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : ১৯ আগস্ট ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী স্বেচছাসেবক দলের প্রতিষ্ঠাবাষির্কীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

স্বেচছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরইমধ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক দল।

সংগঠনটির সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু এবং সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে এসব তথ্য জানানো গেছে।

বিশেষ অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল সভায় সভাপতিত্ব করবেন।

কর্মসূচির মধ্যে ১৮ আগস্ট সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত, ১৯ আগস্ট প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সংগঠনের প্রধান কার্যালয়ে কেক কাটা, সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন এবং দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা।