শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে’

‘১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ শহীদ নূর হোসেন দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে।” তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্য দল-মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার রাতে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, “যে স্বপ্ন নিয়ে নূর হোসেন জীবন উৎসর্গ করেছিলেন তার সে স্বপ্ন আজও পুরোপুরি সফল হয়নি।”

তিনি আরো বলেন, “১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন। বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লিখে পথে নেমেছিলেন নূর হোসেন। সেই নূর হোসেনের অবদান বৃথা যায়নি। তার রক্তের ধারা বেয়েই ’৯০ এর গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পতন ঘটে। মুক্ত হয় আমাদের গণতন্ত্র।”

দিবসটি উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পৃথক বাণী দিয়েছেন।