সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ১৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হবেন মোশাররফ

১৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হবেন মোশাররফ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ শারীরিক অসুস্থতা, নিরাপত্তার অভাব আর বিশেষ আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে হাজিরা দেওয়া থেকে বরাবরই দূরে থাকতে চেয়েছেন পাকিস্তানের সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মোশাররফ।

রাষ্ট্রদ্রোহের মামলা থেকে রেহাই পেতে পানিঘোলাও কম করেননি তিনি। তবে এবার শেষ রক্ষা হচ্ছে না তার।

শুক্রবার বিশেষ আদালত বলেছে, মোশাররফ এরপর আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

এদিকে মোশাররফের আইনজীবী মনসুর আহম্মেদ শুক্রবার আদালতে বলেছেন, মোশাররফকে আদালতে হাজির করার আগে বিশেষ আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের নিষ্পত্তি আগে হওয়া উচিত। আদালত তার বক্তব্য শেষে হাজিরা নিয়ে কড়া মনোভাব পোষণ করলে আইনজীবী মনসুর বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি পারভেজ মোশাররফকে আদালতে হাজির করা হবে। আদালতে পরবর্তী শুনানি হবে আগামী ১০ ফেব্রুয়ারি। তবে এদিন মোশাররফকে আদালতে হাজির হতে হবে না।

প্রসঙ্গত, ২০০৭ সালে দেশে সামরিক আইন জারির কারণে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিচার চলছে।