শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ১৮ নভেম্বরের পরও চলবে সংসদ

১৮ নভেম্বরের পরও চলবে সংসদ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ডেপুটি স্পিকার কর্নেল অব. শওকত আলী সংসদের আজকের বৈঠক শেষ করে বলেছেন, ‘সংসদের বৈঠক আগামী ১৮ই নভেম্বর রোববার বিকাল চারটা ৩০ মিনিট পর্যন্ত মুলতবি করা হলো’। এ ঘোষণার মধ্য দিয়ে নবম জাতীয় সংসদের শেষ অধিবেশনের মেয়াদ ফের বাড়ানো হল। এর আগে গত ৭ই নভেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ই নভেম্বর পর্যন্ত মুলতবি করে সংসদের মেয়াদ বৃদ্ধি করেন।

৭ই নভেম্বর বৃহস্পতিবার সংসদের ১৯তম অধিবেশন শেষ হওয়ার সিদ্ধান্ত ছিল কার্যউপদেষ্টা কমিটির। তবে তা কার্যকর হয়নি। সংসদ অধিবেশন কবে শেষ হবে এ বিষয়ে স্পিকার কিংবা সংশ্লিষ্ট কেউই কোন কিছু বলেননি। তবে এই অধিবেশনের মেয়াদ বাড়ানোর বিষয়ে গত বুধবার সংসদের কার্যালয়ে স্পিকার সাংবাদিকের জানান, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়নি এখনও। এ জন্য অধিবেশনের মেয়াদ বাড়ছে। তবে কতদিন পর্যন্ত চলবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।