শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ১৮২ কোটি ডলারের বিদেশী ঋণ অনুমোদন

১৮২ কোটি ডলারের বিদেশী ঋণ অনুমোদন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বেসরকারি খাতের উদ্যোক্তারা চলতি বছর বিদেশ থেকে ১৮২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বাণিজ্যিক ঋণ নিয়েছেন। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ১১ লাখ ২৭ হাজার কোটি টাকা।

আগের বছরের তুলনায় এ ঋণ ৭৬% বেড়েছে। ২০১২ সালে এ খাতে ঋণ অনুমোদন করা হয়েছিল ১০৪ কোটি ডলারের। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ৮,০৬০ কোটি টাকা। চলতি ২০১৩ সালের সর্বশেষ মঙ্গলবার ৮ কোটি ৫৫ লাখ ডলারের এ সংক্রান্ত ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, মঙ্গলবার ১২টি প্রকল্পে মোট ৮ কোটি ৫৫ লাখ ডলারের বৈদেশিক ঋণ প্রস্তাব অনুমোদন করেছে এ সংক্রান্ত সরকারি বাছাই কমিটি। বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটির প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব প্রস্তাব অনুমোদিত হয়।

অনুমোদিত প্রস্তাবগুলো হচ্ছে- কালার সিটি লিমিটেডের ২ কোটি ১০ লাখ ডলার, রাজলঙ্কা পাওয়ার কোম্পানি লিমিটেডের এক কোটি ৪০ লাখ ডলার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক কোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলার, ফ্যাশন ফোরাম লিমিটেডের ৪৫ লাখ ডলার, শাফা সোয়েটার্স লিমিটেডের ৪০ লাখ ডলার, আমান নিটিং কোম্পানির ৩৩ লাখ ডলার, মাসী হাতা সোয়েটার্স লিমিটেডের ৬৯ লাখ ডলার, নিপ্রো জেএমআই ফার্মার ৫১ লাখ ডলার, আগোর ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেডের এক কোটি ডলার, গুড রিচ সোয়েটার্স লিমিটেডের ১৩ লাখ ডলার।

৩ মাস মেয়াদি লন্ডন আন্তঃব্যাংক অফার রেটের সঙ্গে ৪.৭০% যোগ করে যে হার দাঁড়ায়, তা হবে এসব ঋণের সর্বোচ্চ সুদহার। বৈঠকে জানানো হয়, বেসরকারি খাতের বেশ কিছু বৈদেশিক ঋণ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কমিটি মনে করে, এ ধরনের বৈদেশিক অর্থায়ন মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়তা করবে। একই সঙ্গে দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া বিদেশী এ বিনিয়োগসূত্রে চাকরির সুযোগ বাড়বে।