বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৬ মার্চ ঢাকায় আসবেন তিনি। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান।
হিন্দুস্তান টাইমসের খবরে তার এই সফরের কথা বলা হয়েছে। খবরে বলা হয়, মোদির এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার কিছুদিন আগেই ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) পাস হয়।
গত ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে সিএএ পাস হওয়ার পর থেকে বিভিন্ন কারণে ভারত সফর বাতিল করেন বাংলাদেশের তিনমন্ত্রী।
খবরে আরও বলা হয়, ২০ জানুয়ারি গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সিএএর প্রয়োজন ছিল না। তবে এটিকে তিনি ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলেও উল্লেখ করেন।
এর আগে ২০১৫ সালের ৬ ও ৭ জুন বাংলাদেশ সফর করেছিলেন মোদি।