শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ১৬ বছরের নিচে যৌনতা নয়

১৬ বছরের নিচে যৌনতা নয়

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ১৬ বছরের নিচে ব্রিটেনে ছেলে-মেয়েদের যৌনতাকে বৈধতা দিতে রাজি নন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে জনস্বাস্থ্য বিষয়ে একজন নামকরা গবেষক প্রফেসর জন অ্যাস্টন বলছেন, ন্যূনতম ১৫ বছর বয়েসীদের জন্য সেক্সকে বৈধতা দেওয়া প্রয়োজন।

বৃটেনের ছেলে-মেয়েদের এক-তৃতীয়াংশ ১৪ থেকে ১৫ বছর বয়েস থেকেই সেক্স করে এবং সমাজ বা পরিবার তা মেনেও নিচ্ছে।

কিন্তু ডাউনিং স্ট্রিট থেকে বলে দেওয়া হয়েছে, এ বয়স পরিবর্তনের কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে হাল ছাড়ছেন না অ্যাস্টন। তাঁর মতে, বয়সসীমা এক বছর কমালে বরং ১৪ বা তার কম বয়েসীদের সেক্স করা থেকে দূরে রাখা সম্ভব হবে।

মূলত পর্নোগ্রাফি এ বয়েসী ছেলে-মেয়েদের সেক্স করতে উৎসাহ যোগায়। তাই এ সময় থেকেই যৌনতা বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা চালু করতে চান তিনি।