শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > ১৫৮১ কার্টন বিদেশি সিগারেট ও ৩৩ মোবাইলফোন জব্দ

১৫৮১ কার্টন বিদেশি সিগারেট ও ৩৩ মোবাইলফোন জব্দ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথভাবে অভিযান চালিয়ে ৬৫ লাখ টাকা মূল্যের ১৫৮১ কার্টন বিদেশি সিগারেট ও ৩৩টি মোবাইলফোন জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা যৌথভাবে বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।

নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে কুয়েত থেকে আগত কেইউ২৮৫ ফ্লাইটের ৫ যাত্রীকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তাদের কাছে ১৫৮১ কার্টন বিদেশি সিগারেট ও ৩৩ পিস মোবাইল পাওয়া য়ায়।

আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।