শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > তথ্যপ্রযুক্তি > ১৩ শতাংশ প্রকৃত ফলাফল প্রদর্শন করে সার্চ জায়ান্ট

১৩ শতাংশ প্রকৃত ফলাফল প্রদর্শন করে সার্চ জায়ান্ট

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আমরা সবাই কমবেশি ইন্টারনেট সার্চের জন্য গুগলের ওপরই নির্ভরশীল। এর কারণ হিসেবে নানা মানুষ বলবে নানা কারণ। কেউ বলবে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ বলবে ম্যালওয়্যার কম পাওয়া যায় গুগলের মাধ্যমে অথবা কেউ বলবে গুগল সার্চ সিস্ক্রোনাইজেশনের ফলে যে কোনো ইন্টারনেট সংশ্লিষ্ট ডিভাইসে সহজেই সার্চ করার সুবিধার জন্য। তবে সবার কারণগুলোর মধ্যে একটি প্রধান কারণ হবে দ্রুত সার্চের ফলাফলের জন্য। অর্থাৎ যা খোঁজা হচ্ছে তার ফলাফল দ্রুত পাওয়া যায় বলে। তবে গুগল প্রকৃত ফলাফল কতটুকু প্রকাশ করে? অ্যারন হ্যারিস সম্প্রতি প্রকাশ করেছে এই প্রশ্নের উত্তর। অ্যারন হ্যারিস, ঞঁঃড়ৎংঢ়ৎবব-এর সহ-প্রতিষ্ঠা সম্প্রতি তার নিউইয়র্কের অফিস থেকে একটি পরীা করে দেখেন। তিনি বোঝার চেষ্টা করেন, গুগল তার সার্চ রেজাল্টের মোট কতটুকু প্রকৃত অথবা অরগানিক ফলাফল প্রকাশ করে, গুগলের নিজস্ব বিজ্ঞাপন ভিত্তিক রেজাল্ট ছাড়া। প্রথমে তিনি পরীাটি করেন ধঁঃড় সবপযধহরপ লিখে সার্চ করে। তিনি বের করেন যে তার সার্চ রেজাল্টের ১৩% প্রকৃত ফলাফল ছিল পিক্সেল হিসেবে গণনা করলে। এই হিসাবটি করা হয়, কোনো ধরনের স্ক্রল না করেই কি ফলাফল ব্যবহারকারী পায়। হ্যারিসের হিসাব মতে, বাকি জায়গা দখল করে রাখে অ্যাডওয়ার্ড (২৯%), গুগল ম্যাপস (৭%) এবং নেভিগেশন বার (১৪%) নিয়ে। তিনি যখন ওঃধষরধহ জবংঃধঁৎধহঃ, লিখে সার্চ দিয়ে দেখেন তখন তা প্রকাশ করে ৭% প্রকৃত ফলাফল এবং মোবাইল থেকে আর ভয়াবহ ০% যতণ পর্যন্ত স্ক্রল না করা হয়।