রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ১০০ গজের মধ্যে বাসকারীদের তথ্য নেবে সোনালী ব্যাংক

১০০ গজের মধ্যে বাসকারীদের তথ্য নেবে সোনালী ব্যাংক

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ এবার প্রতিবেশীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য মাঠে নামবে সোনালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের সব শাখাকে ঘিরে ১০০ গজের মধ্যে অবস্থিত লোকজন সম্পর্কে তথ্য সংগ্রহ করবে তারা। সমপ্রতি অর্থমন্ত্রণালয়ের ব্যাংকিং এ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। পরপর দু’বার সুড়ঙ্গ কেটে এবং ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সোনালী ব্যাংক। তাই অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক টিম গঠন করে সব শাখার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে হবে। একই সঙ্গে সব শাখার চারপাশে অবস্থিত বাসভবন, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির মালিক, ভাড়াটিয়া, কর্মচারীদের নাম-পরিচয়পত্র সংগ্রহ করে থানায় জিডি করতে হবে। শুধু তাই নয়, সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সোনালী ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনার মধ্যে ব্যাংকের শাখা এলাকার আশপাশের লোকজন সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে এসব তথ্য ব্যাংক সংশ্লিষ্ট থানায় সংরক্ষণের কথাও বলা হয়েছে।