বৃহস্পতিবার , ১৪ই নভেম্বর, ২০২৪ , ২৯শে কার্তিক, ১৪৩১ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > োনেইমারের গোলে ব্রাজিলের জয়

োনেইমারের গোলে ব্রাজিলের জয়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল। শনিবার সকালে নেইমারের একমাত্র গোলে জয়ের দেখা পায় কার্লোস দুঙ্গার দল।
লুইস ফেলিপে স্কলারির পদত্যাগের পর ব্রাজিলের কোচের দায়িত্ব নেন কার্লোস দুঙ্গা। দায়িত্ব নিয়েই নেইমারের সমালোচনায় মুখর হয়ে ওঠেন তিনি। কোচ হিসেবে শনিবার প্রথম ম্যাচে ডাগ আউট দাঁড়ান দুঙ্গা। তার আগে কলম্বিয়ার বিপক্ষে অধিনায়কের আর্মব্যান্ড নেইমারের হাতে তুলে দেন তিনি।
ব্রাজিলের নতুন অধিনায়ক হিসেবে কলম্বিয়ার বিপক্ষে শনিবার মাঠে নামেন নেইমার। তার অধিনায়কোচিত গোলেই ১-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ব্রাজিলের। প্রমাণ হয়, দুঙ্গা ভুল কারো বাহুতে অধিনায়কের আর্মব্যান্ড বেঁধে দেননি।
ম্যাচের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে যায় ম্যাচ। কিন্তু প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়া ছুয়াদরাদো। তার লাল কার্ড পাওয়ার ঘটনা দেখে দুঙ্গা তুলে নেন হলুদ কার্ড পাওয়া কয়েকজনকে।
বাকি সময় দশজনের দল নিয়ে খেলতে হয় কলম্বিয়াকে। একজন কম নিয়ে খেলার সুযোগ নিতে শুরু করে ব্রাজিল। ম্যাচের ৮৩ মিনিটে ফ্রি-কিক পায় ব্রাজিল। কিক নেন নেইমার। বলটি বারের ডান পার্শ্বের ওপরের দিকে লেগে জালে আশ্রয় নেয়। বার্সা তারকার নেওয়া অসাধারণ শটটি প্রাণান্তকর চেষ্টা করেও রুখতে পারেননি কলম্বিয়ার গোলরক্ষক ওসপিনা। নেইমারের দৃষ্টি নন্দন গোলে এগিয়ে যায় ব্রাজিল। বাদবাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও গোল হয়নি। ফলে নেইমারের একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।