শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > োআর্জেন্টিনার নতুন কোচ মার্টিনো

োআর্জেন্টিনার নতুন কোচ মার্টিনো

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ জেরার্ডো ড্যানিয়েল মার্টিনোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এর আগে দলটির কোচ ছিলেন আলেসান্দ্রো সাবেলা। আগামী ৩ সেপ্টেম্বর জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার কোচ হিসেবে যাত্রা শুরু করবেন ৫১ বছর বয়সী মার্টিনো।

১৯৯৮ সালে আর্জেন্টিনার জার্সিতে একমাত্র আন্তর্জাতিক ম্যাচ খেলা মার্টিনোর কোচিং ক্যারিয়ার শুরু। ১৬ বছরের এই কোচিং ক্যারিয়ারে ক্লাব ফুটবলেই বেশিরভাগ সময় কেটেছে তার। মধ্যখানে ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করেছেন। তার কোচিংয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের (২০১০) কোয়ার্টার ফাইনালে এবং ২০১১ সালের কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে খেলার কৃতিত্ব দেখিয়েছে প্যারাগুয়ে।
২০১৩ সালের জুন মাসে নিউয়েল’স ওল্ড বয়েজ ক্লাবকে আর্জেন্টিনা লিগের শিরোপা জিতিয়েছেন। এরপর ২০১৩ থেকে ২০১৪ সালের মাঝামাঝি সময় পর্যন্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনার কোচের দায়িত্ব পালন করেছেন মার্টিনো।
রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল (২০১৮) পর্যন্ত আর্জেন্টিনারর কোচের দায়িত্ব পালন করবেন মার্টিনো। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে হাজির হবেন আর্জেন্টিনার নতুন কোচ।