





আবাসিক হোটেলে গার্লফ্রেন্ডের সাথে আপত্তিকর অবস্থায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ১৬ জনকে আটক করা হয়েছে। তারা সবাই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। কিশোরগঞ্জ শহরের আবাসিক অভিজাত হোটেল ক্যাসেল সালামে সোমবার রাতে তারাবির নামাজের সময় অভিযান






চালিয়ে তাদের আটক করে পুলিশ। তারা বিভিন্ন কক্ষে আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত ছিল। পরে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড পরিচয়ধারী ওই যুগলদের কাছ থেকে অর্থদণ্ড আদায় করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।জানা গেছে, সোমবার রাতে কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.






শরীফুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১৬ জনের প্রত্যেককে বিভিন্ন অংকের অর্থদণ্ড দেন। পরে অর্থদণ্ড আদায়ের পর তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়।কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি মো. আবুবকর সিদ্দিক বলেন, ১৬ জনের প্রত্যেককে বিভিন্ন অংকের






অর্থদণ্ড দেয়া হয়েছে। তিনি বলেন, অভিযানের সময় যাদের আটক করা হয়েছিল তাদের প্রত্যেকেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযানের আগে তারা বুঝতেই পারেননি আবাসিকের আড়ালে হোটেলটিতে এমন অসামাজিক কার্যকলাপ চলছিল। রোজার মাসে আবাসিক হোটেলে এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।






এক বছরে দুই বিপিএল উপহার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএল গভর্নিং কাউন্সিল।এই বছরের ৮ ফেব্রুয়ারি পর্দা নেমেছে বিপিএল ষষ্ঠ আসরের, যার শুরুটা হয়েছিল ৫ জানুয়ারি। ফলে সপ্তম সংস্করণের জন্য ভক্তদের অপেক্ষা করতে হচ্ছে ৮ মাস। চলতি বছরের নভেম্বরের শেষে মাঠে গড়ানো বিপিএল শেষে হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।বুধবার (৮ মে) এ তথ্য দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল।তিনি জানালেন, এ বছরের নভেম্বর-ডিসেম্বরে বিপিএল সপ্তম আসর অনুষ্ঠিত হবে। যেটা হয়ে গেল এটা ছিল ২০১৮ এর বিপিএল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২ মাস পিছিয়ে জানুয়ারিতে করা হয়েছিল ষষ্ঠ আসরটি। সেটা ছিল জাতীয় স্বার্থে। প্রতিবছর তো নির্বাচন হবে না। কাজেই এ বছরের স্লটে আরেকটি বিপিএল হবে। নভেম্বর-ডিসেম্বরের পেছনে আমরা যাব না। তবে এটা এখনো আলোচনার পর্যায়ে আছে।





