বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > জিয়া খানের আত্মহত্যা: সুরাজের জামিন নামঞ্জুর

জিয়া খানের আত্মহত্যা: সুরাজের জামিন নামঞ্জুর

শেয়ার করুন

বিনোদন ডেস্ক
অভিনেতা সুরাজ পাঞ্চলির জামিন আবেদন নামঞ্জুর করেছে মুম্বাই আদালত। গত সপ্তাহে মুম্বাই আদালত সুরাজকে জুনের ২৭ তারিখ পর্যন্ত কারাগারে থাকতে আদেশ দিয়েছিল।

জামিন নামঞ্জুর হওয়ার আগের আদেশই বহাল থাকল, জিয়া খানের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আটক এই উঠতি অভিনেতার জন্য।

এর আগে বলিউড অভিনেত্রী জিয়া খানের ময়নাতদন্তের রিপোর্ট পেয়েছে পুলিশ। ময়নাতদন্তের তথ্য অনুসারে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকার কারনে তার মুত্যু হয়েছে। এছাড়া তার শরীরে অন্য কোন আঘাতের চিহ্ন নেই। তবে আত্মহত্যা করার আগে জিয়া নেশাগ্রস্থ ছিলেন।

২৫ বছর বয়সী বলিউড অভিনেত্রী জিয়া খানকে গত ৩ জুন তার মুম্বাই এর নিজ বাড়ি থেকে মৃতদহে উদ্ধার করেছে পুলিশ। বলিউডি এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডসহ সমগ্র ভারতে। জিয়ার এই মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেছে পুলিশ। প্রেমিক সুরাজের সাথে সম্পর্ক বিচ্ছেদের জের ধরে আত্মহত্যা করেন এই বলিউড অভিনেত্রী।

উল্লেখ্য, সুরাজের বিরুদ্ধে জিয়াকে ক্রমাগত হুমকি, নির্যাতন ও ধর্ষণের অভিযোগে ইন্ডিয়ান পেনাল কোডের ৩০৬ ধারায় অভিযুক্ত সুরাজকে গত ১১ জুন গ্রেফতার করে জুহু পুলিশ।