সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > হেফাজতের দাবি : বেসামাল কথা বলছেন প্রধানমন্ত্রী

হেফাজতের দাবি : বেসামাল কথা বলছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ হেফাজতে ইসলাম সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামাল কথাবার্তা বলে বেড়াচ্ছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।

সোমবার সংগঠনটির কয়েকজন কেন্দ্রীয় নেতারা এক বিবৃতিতে এ দাবি করেন।

রোববার সাভারের জনসভায় হেফাজতে ইসলাম সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় বিবৃতিতে বলা হয়, ‘‘দেশের মানুষ দুঃখের সঙ্গে ল্য করছেন প্রধানমন্ত্রী আগের চেয়েও বেসামাল কথাবার্তা বলে যাচ্ছেন। সরকার ও প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের নামে অপপ্রচার ও মিথ্যাচার করছেন। কাউকে অশালীন ভাষায় খোঁচা দেয়া, ব্যক্তিগত আক্রমণ ও সত্য-মিথ্যার পরোয়া না করে একটি মিথ্যাকে অব্যাহত পুনরাবৃত্তির মাধ্যমে তিনি বারবার কথা বলে যাচ্ছেন।’’

নেতারা বলেন, “সরকার পোশাকশিল্পসহ বিভিন্ন েেত্র কর্মজীবী মহিলাদের বিভ্রান্ত করে আলেম-ওলামার মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে। হেফাজতে ইসলাম নারীদের শিা ও কর্মসংস্থানের পে এবং তাদের অধিকার ও মর্যাদা রায় সোচ্চার। গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি আট হাজার টাকা করার জন্য হেফাজতে ইসলাম দাবি জানিয়ে আসছে। মা-বোনদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পৃথক কর্মসংস্থান আমাদের অন্যতম দাবি।’’

বিবৃতিদাতারা হলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, মাওলানা শামসুল আলম, মাওলানা নুর হোসাইন কাসেমী, মাওলানা আহমদুল্লাহ আশরাফ, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, মাওলানা আবদুল মালেক হালিম ও মাওলানা হাফেজ তাজুল ইসলাম।