স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। দুজনকে ৫৪ ধারায় আটকের পর কোর্টে তুলে ১০ দিনের রিমান্ডও চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি জানান, তাহমিদকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ও হাসনাতকে গুলশান এলাকা থেকে বুধবার রাত পৌনে ৯টার দিকে গ্রেপ্তার করা হয়।
গত ১ জুলাই রাতে গুলশানের আর্টিসানে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় ৫ জঙ্গিসহ ছয়জন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়। তবে সারারাত জঙ্গিদের কব্জায় থেকে সকালে সুস্থভাবেই ফিরে আসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ হাসিব খান।
এরপর থেকেই তাদের নেয়া হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতেও দেখা যায় হাসনাত করিমের সন্দেহজনক আচরণ। এরপর থেকেই তার ওপর নজরদারি করা হয়।