রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > হারিয়ে ফেলা, ফিরে পাওয়া মীম

হারিয়ে ফেলা, ফিরে পাওয়া মীম

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥
কচি মুখ। ঝাঁকড়া চুল, লাল ফিতায় বেণী বাধা। আধো আধো কথার ফুলঝুড়ি ঝরানো মেয়েটির নাম মীম। কাগজে কলমে সাবরীন শাকা মীম। ‘আম পাতা জোড়া জোড়া’ মুখস্ত করার বয়স তার। কিন্তু তার আগেই নাটকের স্ক্রিপ্ট মুখে মুখে আওড়াতেন। খেলার ছলে অভিনয় করতেন। অভিনয় অভিনয় খেলেতেন। দর্শকদের মুদ্ধ করতেন। চোখে মুখে রাজ্যের বিষ্ময়, ‘এত্তটুকুন মেয়ে অভিনয় করে কেমনে!’ মুদ্ধতার রেশ কাটতে কি না কাটতেই হাজির হলেন ‘আত্মজা’ নাটকে। ‘অন্তি’ চরিত্রের ডায়লগগুলো মানুষের মুখে মুখে ফিরত। জনপ্রিয়তার তুমুল স্রোতে নিজের নামটাকে ছাপিয়ে যায় ‘অন্তি’। ‘অন্তি’ বলেই ডাকে কেউ কেউ। মিডিয়ায় তাকে নিয়ে বেশ লেখালেখি হলো। ছবিসহ বড় বড় আর্টিকেল বেরুলো। রীতিমত তারকা বনে গেলেন। তবে তার প্রাপ্তির মুকুটে সবচেয়ে বড় পালকটি যোগ হয় ২০০৫ সালে। নতুন কুঁড়িতে কয়েক হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হলেন। উঠে এলেন প্রাদপ্রদীপের আলোয়। আলো ঝলমলে অভিনয় জীবন তার। লাইট, ক্যামেরা, অ্যাকশনেই কাটত সকাল-সন্ধ্যা…

দৃশ্য: ২

সিডিউল নিয়ে হাঁপিয়ে উঠতেন। অভিনয়ের ব্যস্ততায় পড়াশোনায় ভাটা পড়ল। পাকাপোক্ত ভাবে পড়াশোনায় মনোযোগ দিতে ২০০৮ সালে অভিনয় থেকে দুরে গেলেন। আস্তে আস্তে দুরে, আরো দুরে। একটা সময় হারাতে বসলেন। মাঝে মাছে অমাবশ্যার চাঁদের মতো উঠতেন। আবার ডুব দিতেন। ২০১২ সালে মিডিয়ায় চাউর হলো সেই ছোট্ট মীম বড় হয়েছে। তিনি বিয়ে করেছেন। স্বামী ডাক্তার। শুরু হল নতুন জীবনের পথচলা।

দৃশ্য: ৩
অভিনয়ে ফিরবো ফিরবো করেও ফেরা হয়নি। কারণটা কি? ‘পরিবারটাকে গুছিয়ে নিতে চেয়েছি। শ্বশুড়বাড়ি থাকতাম। প্রত্যেকদিন সকাল সন্ধ্যা বাড়ির বউ বাইরে শুটিং করতো ব্যাপারটা কেমন লাগতো? তাই অভিনয়টা করবো করবো করেও করা হয়ে উঠেনি।’-বললেন মীম। অনেকেই বিয়ের পরও অভিনয় করছে?, জানালেন, ‘বিয়ের পরেই একটা জবে ঢুকে গেলাম। এটিএন নিউজে সাংবাদ পাঠ করতাম। অফিসিয়ালি বাইন্ডিংস ছিল বলেই অভিনয়টা করা হয়নি। এখন আরটিভিতে জয়েন করেছি। এখন সংবাদ উপস্থাপনার পাশাপাশি ‘তারকালাপ’ নামে একটি প্রোগ্রামে উপস্থাপনা করছি। আমার স্বামীও কাজে বেশ উৎসাহিত করেছে।’