বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: গ্রামীণ ব্যাংকের আদলে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত গ্রামীণ আমেরিকা ইনকরপোরেশনের (জিএআই) আরও একটি নতুন শাখা উদ্বোধন করেছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সম্প্রতি নিউইয়র্কের হারলেমে এর উদ্বোধন করেন তিনি। নিউইয়র্কের সপ্তম এ শাখাটি নিয়ে পুরো যুক্তরাষ্ট্রে এখন গ্রামীণ আমেরিকার শাখা দাঁড়ালো ১৯ এ।
এর আগে, নিউইয়র্কে ১০ম বার্ষিক ক্লিনটন বৈশ্বিক বৈঠকে ড. ইউনূস, গ্রামীণ আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট আন্দ্রে জং এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক যৌথ ঘোষণায় বলেন, ২০২০ সালের মধ্যে গ্রামীণ আমেরিকার মাধ্যমে হারলেমের সাত হাজার নারী উদ্যোক্তার মধ্যে পাঁচ কোটি ডলার বিনিয়োগ করা হবে।
জানা যায়, এবার যুক্তরাষ্ট্র সফরে ড. ইউনূস জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গে সহস্রাব্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) অ্যাডভোকেসি গ্রুপ মিটিংয়ে অংশ নেন। অংশ নেন ক্লাইমেট গ্রুপ আয়োজিত বৈঠকেও। এছাড়া, বেশ ক’জন বিশ্বনেতা, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও এনজিও কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেন তিনি। এসব বৈঠকে সামাজিক ব্যবসায় প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন ইউনূস।