শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে বসুন্ধরার বিভিন্ন টিস্যু

হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে বসুন্ধরার বিভিন্ন টিস্যু

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সমাদৃত বসুন্ধরা টিস্যুর বিভিন্ন ক্যাটিগরিতে হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে উৎপাদন করছে বসুন্ধরা পেপার মিলস লি.।

শনিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের কারখানায় বসুন্ধরা পেপার ন্যাপকিন, বসুন্ধরা টয়লেট টিস্যু ও বসুন্ধরা পকেট টিস্যু লাইনের স্বয়ংক্রিয়করণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ইঞ্জিনিয়ার এস এম সরওয়ার, এ টি এম কামালসহ বসুন্ধরার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, জার্মানি, তাইওয়ান এবং চীন থেকে আমদানিকৃত অত্যাধুনিক মেশিনে স্বয়ংক্রিয়ভাবে উৎপাদিত এসব টিস্যুপণ্য ভোক্তাদের দেবে আরও উন্নত, স্বাস্থ্যসম্মত ব্যবহারের অভিজ্ঞতা। বসুন্ধরা গ্রুপ ২০০০ সালে দেশে সর্বপ্রথম টিস্যুপণ্য উৎপাদন করে এবং পরবর্তীকালে ২০০৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করে আসছে।