রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত ঢাকা ওয়াসা

হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত ঢাকা ওয়াসা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকার বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা নিরসনের দায়িত্ব ঢাকা ওয়াসার। তারা এখন হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত। কিন্তু এ জলাবদ্ধতা নিরসনে কি হাজার হাজার কোটি টাকার প্রয়োজন পড়ে? এতে তাদের মনোযোগ প্রয়োজন।

আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা উৎসব-২০১৭ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীর জলাবদ্ধতার জন্য দায়ী ঢাকা ওয়াসা। সংস্থাটির কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অথচ তাদের খুঁজে পাওয়া যায় না। বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে শহর।

সাঈদ খোকন বলেন, বড় বড় প্রকল্প করছে, অথচ সামান্য একটা কথা বললে তারা বলে তাদের অর্থের অভাব রয়েছে। এই অবস্থায় তো চলতে পারে না।

তিনি আরও বলেন, ‘ডিএসসিসির উন্নয়ন কাজের ফলে বিগত বছরের চেয়ে এ বছর জলাবদ্ধতা অনেক কম। ডিএসসিসি যে পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলো বাস্তবায়ন হলে রাজধানীতে আর জলাবদ্ধতা থাকবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাইকেল লেন নির্মাণের আশ্বাস দিয়ে মেয়র বলেন, ‘পর্যায়ক্রমে সব সড়কে এই সাইকেল লেন হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রমুখ।