রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ হাইকোর্টের

হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর হাজারীবাগের সকল ট্যানারির কার্যত্রুম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এই রুলে গ্যাস পানি বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করারও নির্দেশ দিয়েছেন আদালত।

হাজারীবাগ থেকে সব ট্যানারিকে সাভারে স্থাপিত চামড়া শিল্পনগরীতে স্থানান্তরে সরকারের পক্ষ থেকে বেশ কয়েক দফা সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু তারপরও সব কারখানা সরিয়ে নেয়নি কারখানার মালিকরা। কারখানা সরিয়ে না নেওয়ায় হাইকোর্টে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে মালিকদের জরিমানাও করা হয়। কিন্তু জরিমানার সে টাকাও রাষ্ট্রীয় কোষাগারে জমা দেননি কারখানার মালিকরা।

এরই প্রেক্ষিতে গত ৩ জানুয়ারি হাজারীবাগের সব ট্যানারি কারখানা বন্ধে বেলার পক্ষ থেকে আবদেন করা হয়।

আদালতে বেলার পক্ষে শুনানিতে ছিলেন ফিদা এম কামাল, সৈয়দা রিজওয়ানা হাসান ও মিনহাজুল হক চৌধুরী।

সে আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার আদালত কারখানাগুলো বন্ধের নির্দেশ দেন।