শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > হাইব্রিডদের কারণেই পরাজয়: আইভী

হাইব্রিডদের কারণেই পরাজয়: আইভী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: হাইব্রিড নেতাদের কারণেই সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভী।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘ত্বকী হত্যার বিচারে রাষ্ট্রের নির্লিপ্ততা ও গণতন্ত্রের সংকট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আইভী ক্ষোভের সঙ্গে বলেন, ‘দলের দুঃসময়ে যারা পালিয়ে যান তারাই দল ক্ষমতায় এলে বিভিন্ন অপকর্ম করেন। এদের সহায়তা করেন এই হাইব্রিড নেতারাই। সে কারণেই আজ আওয়ামী লীগের এ পরাজয়।’

তিনি ত্বকী হত্যার পেছনে শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও নাসিম ওসমানের ছেলে আজমিরি ওসমানকে দায়ী করে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, ‘অবিলম্বে ত্বকী হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।’

আইভী হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘আর কোনো নারায়ণগঞ্জবাসী যদি এভাবে সন্ত্রাসীদের হাতে নিহত হয় তাহলে এলাকাবাসী চুপ করে ঘরে বসে থাকবে না।’

আলোচনায় বক্তারা অভিযোগ করেন, ত্বকী হত্যা মামলার আসামি ক্যাঙ্গারু পারভেজকে জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলে গভীর রাতে পুলিশ তাকে ছেড়ে দেয়।
এ বিচারহীনতা একদিন আওয়ামী লীগের ঘাড়েই এসে পড়বে বলে উল্লেখ করেন তারা।

সংগঠনের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাফির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ, গণঐক্যের আহ্বায়ক পংকজ ভট্রাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা একাডেমীর সভাপতি ড. আনিসুজ্জামান, অর্থনীতিবিদ এম এম আকাশ প্রমুখ।