বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > শিক্ষাঙ্গন > হল ছেড়েছেন জাবি শিক্ষার্থীরা, যানবাহন না পেয়ে ভোগান্তি

হল ছেড়েছেন জাবি শিক্ষার্থীরা, যানবাহন না পেয়ে ভোগান্তি

শেয়ার করুন

সাভার প্রতিনিধি ॥
অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর রোববার সকাল থেকে আবাসিক হল ছেড়েছেন শিক্ষার্থীরা। তবে হঠাৎ এমন সিদ্ধান্ত আসায় যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েছেন তারা। শনিবার দুপুর এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায় বহু শিক্ষার্থীকে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক জরুরী আদেশে সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে উপাচার্যের বাসভবন ভাঙচুর, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী লাঞ্ছিত হওয়ায় সিন্ডিকেট সভায় হল খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস ও পরীক্ষাসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখারও ঘোষণা দেয়া হয়।

বিশ^বিদ্যালয়ে প্রশাসনের নির্দেশে ৪২জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

তিনি আরো জানান, বিশ^বিদ্যালয় উপাচার্যের বাসভবন ভাঙচুর করার জন্য অর্ধশত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলায় চালায় পুলিশ। এতে এক সাংবাদিক, বিশ^বিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ ২০ জন শিক্ষার্থী আহত হয়। এঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয় উপাচার্যের বাসভবন ঘেরাও করে রাখে এবং ভাঙচুর করে। এসময় ভাঙচুরে বাধা দিলে শিক্ষার্থীদের হামলায় ১০ জন শিক্ষক আহত হয়। পরে বিশ^বিদ্যালয় প্রশাসনের নির্দেশে পুলিশ ৪২জন শিক্ষার্থীকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, শুক্রবার ভোর ৫টায় ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় আল বেরুনী হলের মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজি বিভাগের আরাফাত নিহত হয়।